শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৫

হাসপাতালের রক্তমাখা মাস্ক ধুয়ে বিক্রি, আটক ২

হাসপাতালের রক্তমাখা মাস্ক ধুয়ে বিক্রি, আটক ২

dynamic-sidebar

অনলাইন ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে নাসির নামে এক কালোবাজারিকে শনাক্ত করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। অভিযোগ, করোনাভাইরাসের আতঙ্ক কাজে লাগিয়ে হাসপাতালগুলোতে ব্যবহৃত মাস্ক ও গ্লাভস ধুয়ে চড়া দামে বাজারে বিক্রি করছেন তিনি। এ ঘটনায় অপর দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, রাজধানীর উত্তরা, টঙ্গী ও গাজীপুরের হাসপাতালগুলোর ফেলে দেওয়া মাস্ক ও গ্লাভস সংগ্রহ করেন নাসির। তারপর সেগুলো মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু দিয়ে ধুয়ে আয়রণ করে চড়া দামে বাজারে বিক্রি করতেন।

স্থানীয়রা বিষয়টি নিশ্চিত করে বলেন, নাসির দীর্ঘদিন ধরে তিনি এই ব্যবসা করে আসছেন। এলাকার একটি দোকানে মাস্ক আয়রন করতে দেখে পুলিশকে খবর দেন তারা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে রক্ত মাখা মাস্ক ও হ্যান্ড গ্লাভস উদ্ধার করে। এ সময় দুই ব্যক্তিকেও আটক করলেও নাসিরকে আটক করতে পারেনি পুলিশ।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে এসে দুজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করতে অভিযান চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net