বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০২

শিক্ষা ও খেলাধুলায় সরকার নানা পরিকল্পনা হাতে নিয়েছে-পানি সম্পদ প্রতিমন্ত্রী

শিক্ষা ও খেলাধুলায় সরকার নানা পরিকল্পনা হাতে নিয়েছে-পানি সম্পদ প্রতিমন্ত্রী

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ মোফাজ্জল হোসেন খান বালিকা মাধ্যমিক বিদ্যালয় এর জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। ৫ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মোফাজ্জল হোসেন খান বালিকা মাধ্যমিক বিদ্যালয় এর আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী পানিসম্পদ কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি স্কুল ম্যানেজিং কমিটি প্রতিষ্ঠাতা সদস্য আনিসুজ্জামান খান কামাল।প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষা ও খেলাধুলার প্রতি অনেক পদক্ষেপ নিয়েছে। এসময় তিনি বর্তমান সরকারের নানা উন্নয়নের দিক তুলে ধরেন।বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান, বরিশাল জেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবায়দা আক্তার, প্রধান শিক্ষক গাজী মোঃ শাকিল মাহমুদসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন।

 

শুরুতে অতিথিরা জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বেলুন ফেস্টুন উড়িয়ে মোফাজ্জল হোসেন খান বালিকা মাধ্যমিক বিদ্যালয় এর জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।এসময় অতিথিরা বিদ্যালয়ের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। উদ্বোধন শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ পরিদর্শন করার পাশাপাশি মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন অতিথিরা।পরে বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরিশেষে অতিথিরা জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net