শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১১:৪৯

শিরোনাম :
রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল দুই উৎসবের ছুটি শেষে বরিশাল থেকে কর্মস্থলে ফিরছে মানুষ ঈদ আনন্দ থাকতেই বরিশালে বইছে পহেলা বৈশাখের আনন্দ

বিশ্ববিদ্যালয় কোনো লুটপাটের জায়গা না

dynamic-sidebar

শফিক মুন্সি::

বরিশাল বিশ্ববিদ্যালয় এর নবম প্রতিষ্ঠা বার্ষিকী ও নবীন শিক্ষার্থীদের বরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২২ ফেব্রুয়ারি শনিবার বেলা বারোটায় বিশ্ববিদ্যালয়স্থ মুক্ত মঞ্চে এ আয়োজন সম্পন্ন হয়। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিন। পরবর্তীতে সকল বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ে র্যালী করে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন প্রদক্ষিণ করা হয়। বিকেলে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ড. দিল আফরোজা বেগম। বক্তৃতাকালে তিনি বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয় গুলো চলে গরীবের ঘামে ভেজা টাকায়। তাই এটা কোন লুটপাটের জায়গা না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আর্থিক অসঙ্গতির তদন্ত করতে এত ব্যাস্ত থাকতে হয় যে অন্যান্য উন্নয়ন কার্যক্রমে পরিপূর্ণ সময় দেওয়া কমিশনের পক্ষে কষ্টসাধ্য হয়ে ওঠে। তাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের এই মঞ্চ থেকে আমি সকলের প্রতি আহবান রাখছি তারা যেন দূর্নীতির সঙ্গে জড়িত না হয়।

অন্যদিকে অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে নবনিযুক্ত উপাচার্য বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটাতে চাইলে সকলের মিলেমিশে কাজ করতে হবে। এখানে বিভিন্ন গ্রুপিং হয়তো থাকতে পারে। কিন্তু সার্বিক উন্নয়নের স্বার্থে সবাই যদি একটা প্লাটফর্মে না আসতে পারে তবে সামনে এগোনো সম্ভব নয়।

তিনি আরো উল্লেখ করেন, আমি আপনাদের এখানে নতুন এসেছি। এখান থেকে বিদায়বেলায় আমি সকলের ভালোবাসা নিয়ে যেতে চাই। পিছনের সমস্ত দ্বন্দ্ব ভুলে গিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে যদি আমাকে সহায়তা করেন তবে আমি এই বিশ্ববিদ্যালয়টিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পারবো।

বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার ড. মুহাম্মদ মুহসিন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক ড.মোঃ খোরশেদ আলম, কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক রফিক সেরনিয়াবাত, কর্মচারী পরিষদের সভাপতি হাসানুজ্জামান, ছাত্রনেতা মোঃ আল আমিন প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net