বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩৯

শিরোনাম :
রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল দুই উৎসবের ছুটি শেষে বরিশাল থেকে কর্মস্থলে ফিরছে মানুষ ঈদ আনন্দ থাকতেই বরিশালে বইছে পহেলা বৈশাখের আনন্দ
বরিশালে নারী ও কণ্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধের জন্য সমন্বিত আইন প্রনয়ন করা জন্য শেয়ারিং সভা অনুষ্ঠিত

বরিশালে নারী ও কণ্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধের জন্য সমন্বিত আইন প্রনয়ন করা জন্য শেয়ারিং সভা অনুষ্ঠিত

dynamic-sidebar

শামীম আহমেদ ॥বরিশালে নারী ও কণ্যাশিশুর প্রতি যৌন সহিংসতা প্রতিরোধের একটা সমন্বিত আইন প্রনয়ন করা এখন সময়ের দাবী শীর্ষক শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ই ডিসেম্বর) নগরের সেলিব্রেশন পয়েন্ট মিলনায়তন সভা কক্ষে জাতীয় কণ্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম ও গালর্স অ্যাডভোকেসি অ্যালায়েন্স প্লান ইন্টারন্যাশনাল বরিশাল জেলা শাখার আয়োজনে অর্ধবেলা এ শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়।

বারশাল আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতার সভাপতিত্বে শেয়ারিং সভায় কণ্যা শিশু সহ বিভিন্ন প্রর্যায়ে যৌন সহিংসতা হয়রানী প্রতিরোধ করার বিষয়ে প্রস্তবনার উপর বক্তব্য রাখেন বরিশাল কোতয়ালী মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মোঃ রাসেল আহমেদ,বরিশাল মহিলা বিষয়ক কর্মকর্তা আলহাজ্ব রাসিদা বেগম,সচেতন নাগরীক কমিটি জেলা সভাপতি প্রফেসর শাহ সাজেদা,সুজন বরিশাল মহানগর সভাপতি প্রফেসর গাজী জাহিদ হাসান,সুজন সম্পাদক রনজিৎ দত্ত,বরিশাল মানবাধিকার জোট সভাপতি ডা. সৈয়দ হাবীবুর রহমান,এ্যাড হিরন কুমার দাশ মিঠু।

বরিশাল জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যৌন সহিংসতা সহ কণ্যা শিশু যৌন নির্যাতনের শিকার হওয়া বিষয় নিয়ে এসব বন্ধে গবেষনামূলক কাজ করা বিভিন্ন সংগঠনের সদস্যদের মধ্যে প্রস্তাবনামূলক বক্তব্য রাখেন ইয়ূত সদস্য লামিয়া ইসলাম,সানজিদা জাহান,মনিরুল ইসলাম সোহান,সমাজ কর্র্মী মাসুদুর রহমান,টিআইবি সদস্য গাজী গোলাম মোহাম্মদ।

এসময় আরো বক্তব্য রাখেন বরিশাল মহিলা পরিষদ সম্পাদক পূস্প রানি, ব্লাস্ট সদস্য এ্যাড, শাহিদা তালুকদার,প্লান ইন্টারন্যাশনাল সদস্য নাসরিন নাহার।

এসময় বিভিন্ন বক্তরা বলেন কাইকে দোষারুপ করে হতাশ হলে চলবে না। আমাদের সকলকে সমন্বয় রেখে কাজ করা গেলে এসকল অপরাধ মূলক ঘটনা বন্ধ করা সহজ হবে।

আমাদের দেশে যত আইন আছে আকাশে তত তরা নেই। আমাদের আইন আছে সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছে নেই আইনের বাস্তবায়ন প্রয়োগ করা। এখন আমাদের তিনটি হাত আছে ডান,বাম ও অজুহাত আমরা অজুহাতের উপর নির্ভরশীল হয়ে পড়েছি এথেকে বের হয়ে আসার জন্য কাজ করতে হবে।

এছাড়া আমাদের সমাজ ব্যবস্থা নৈতিক অবক্ষয় হয়েছে এসব বন্ধ করতে হলে সর্ব প্রথম নিজ ঘড়ের পরিবারের মধ্যে থেকে সচেতনতা সৃষ্টি ও পরিবেশ তৈরী করার আহবান জানান।

শেয়ারিং সভায় বরিশালের সংবাদ কর্মী, সমাজসেবক,আইনজীবী, উন্নয়ন সংস্থার সদস্য সহ বিভিন্ন তরুন উন্নয়ন সস্থার ৫০ জন সদস্য অংশ গ্রহন করেন।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net