শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩৮

শিরোনাম :
রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল দুই উৎসবের ছুটি শেষে বরিশাল থেকে কর্মস্থলে ফিরছে মানুষ ঈদ আনন্দ থাকতেই বরিশালে বইছে পহেলা বৈশাখের আনন্দ
লঞ্চ ধর্মঘটের প্রভাবে টিকেট নেই পটুয়াখালী বাস টার্মিনালে 

লঞ্চ ধর্মঘটের প্রভাবে টিকেট নেই পটুয়াখালী বাস টার্মিনালে 

dynamic-sidebar

সুনান বিন মাহাবুব, পটুয়াখালী ॥ বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন কর্তৃক ১১ দফা দাবীতে পটুয়াখালীতে সর্বস্তরের নৌ-যান শ্রমিকদের কর্মবিরতি চলছে। লঞ্চ ধর্মঘটের ফলে পটুয়াখালী থেকে আজ ছেড়ে যায়নি ঢাকাগামী কোনো লঞ্চ। ফলে বিপাকে পড়েছে সাধারন যাত্রীরা। পটুয়াখালী বাস স্টান্ডের কাউন্টারে সরজমিনে যেয়ে লক্ষ করা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়।

সাকুরা বাস কাউন্টারের কর্মরত বদরুল আলম উল্লেখ করেন, লঞ্চ বন্ধ থাকায় লঞ্চের যাত্রীরা সবাই বাসে ঢাকা যাওয়ার জন্য বাস কাউন্টারে ভিড় করেছে । এ ক্ষেত্রে সাকুরা বাসের সিট সংখ্যা অনুযায়ী টিকেট বিক্রি শেষ হয়েছে বিকাল ৫ টার আগেই।

অপরদিকে হানিফ পরিবহনের কাউন্টারে কর্মরত একজন বলেন, যাত্রীরা সবাই ঢাকা যাওয়ার জন্য বাস কাউন্টারে ভিড় করলেও তাদের বাসের টিকিট দেয়া যাচ্ছে না।

কলাপাড়া থেকে আগত নেসার উদ্দিন নামে এক মাদ্রাসা শিক্ষক বলেছেন, “আগামীকাল সকালে শিক্ষার্থীদের ওএমআর শীট কেন্দ্রে জমা দিতে হবে। কিন্তু লঞ্চ বন্ধ থাকায় ঢাকা যেতে পারছি না। বাস কাউন্টারে গিয়ে দেখি টিকিট বিক্রি শেষ”

নূর আলম গাজী নামে অপর এক যাত্রী বলেন, কাল সকালে তার কর্মক্ষেত্রে যেতে হবে। অথচ লঞ্চ বন্ধ এবং বাসের টিকিট শেষ হওয়ায় ঢাকা যাত্রা অনিশ্চিত বর্তমানে তার।

এদিকে পটুয়াখালী লঞ্চ টার্মিনালের কর্মচারিরা বলেন, সম্পূর্ন কেন্দ্র থেকে ধর্মঘট পালনের কথা বলা হয়েছে। তাই কেন্দ্রের নির্দেশ ছাড়া লঞ্চ ছাড়া যাবে না।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net