শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ২:০৭

শিরোনাম :
সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল দুই উৎসবের ছুটি শেষে বরিশাল থেকে কর্মস্থলে ফিরছে মানুষ ঈদ আনন্দ থাকতেই বরিশালে বইছে পহেলা বৈশাখের আনন্দ সাংবাদিক মামুন অর রশিদের মায়ের মৃত্যুতে এস এম জাকির’র শোক
ইসলামের বিধান পালনকারীরা জঙ্গিবাদ কিংবা কোন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত হতে পারে না -গণপূর্ত মন্ত্রী

ইসলামের বিধান পালনকারীরা জঙ্গিবাদ কিংবা কোন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত হতে পারে না -গণপূর্ত মন্ত্রী

dynamic-sidebar

পিরোজপুর প্রতিনিধি: যারা ইসলামের বিধান সঠিকভাবে পালন করে তারা মানুষ পোড়ানো, জঙ্গিবাদ কিংবা কোন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত হতে পারে না বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এডভোকেট শ.ম. রেজাউল করিম।

আজ শুক্রবার জুমার নামাজের পর শারছীনা দরবার শরীফের ১২৯ তম বার্ষিক মাহফিল অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।

আলেমদের জন্য বর্তমান সরকারে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান সরকার রাষ্ট্রীয় খরচে আলেমদের হজ্জ্বের ব্যবস্থা করেছে যা বিগত দিনে অন্য কোন সরকার করেনি।

এ সময় মন্ত্রী বলেন দেশের এক পঞ্চমাংশ মানুষ ইসলামী শিক্ষায় শিক্ষিত হচ্ছে। শিক্ষিত এই বড় জনগোষ্ঠীকে পিছনে রেখে কোন জাতি এগিয়ে যেতে পারে না। তাই তাদের কথা বিবেচনা করে বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার একটি স্তরকে এমএ পাশের মর্যাদা দিয়েছে যার মাধ্যমে তারা দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চাকরির সুযোগ পাবে।

ইসলামের জন্য বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের ৫৬০ টি মাদ্রাসায় ৫ তলা বিশিষ্ট ভবন করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করেছে যা দ্রুতই বাস্তবায়ন হচ্ছে। এছাড়া প্রত্যেকটি জেলা ও উপজেলা সদরে সরকারি খরচে একটি করে মসজিদ করে দেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।

ইসলামের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন,

তিনি ঢাকায় তবলিগ জামায়াতের জন্য কাকরাইলে সরকারি খরচে পার্ক ভেঙে মসজিদ এবং টঙ্গীতে বিশ্ব ইজতেমার জন্য জায়গা করে দিয়েছেন।

আইএস এর মত জঙ্গি সংগঠনগুলোর সমালোচনা করে মন্ত্রী বলেন, যারা ইসলামের পূর্ণাঙ্গ জীবন বিধান মেনে চলে তারা মানুষ পোড়ানো, জঙ্গিবাদ কিংবা কোন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত হতে পারে না। আইএস মুসলমানদের ক্ষতি করার জন্য ইসরাইলি অর্থায়নে পরিচালিত একটি সংগঠন। ইসলাম কখনও এ ধরণের সমর্থন করে না। তাই কুরআন ও হাদীসের বিধান মেনে চলার জন্য মুসলমানদের প্রতি আহবান জানান মন্ত্রী।

এ সময় আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার, জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net