শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১১:৪৫

শিরোনাম :
সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল দুই উৎসবের ছুটি শেষে বরিশাল থেকে কর্মস্থলে ফিরছে মানুষ ঈদ আনন্দ থাকতেই বরিশালে বইছে পহেলা বৈশাখের আনন্দ সাংবাদিক মামুন অর রশিদের মায়ের মৃত্যুতে এস এম জাকির’র শোক

ঝালকাঠিতে গৃহবধুকে হত্যার হুমকি

dynamic-sidebar

ঝালকাঠি প্রতিনিধি ॥জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ঝালকাঠির নলছিটিতে শারমীন বেগম (৪৫) নামে এক গৃহবধু ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়েছে প্রতিপক্ষের লোকজন। একই সঙ্গে তাদেরকে বসতভিটা থেকে উচ্ছেদ এবং একাধিক মিথ্যা মামলায় জড়ানোর হুমকিও দেয়া হয়েছে।

ধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। নলছিটি থানার ডিউটি অফিসার এএসআই মো. শহিদুল ইসলাম জিডির বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে ওই পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন জিডির বাদি শারমীন বেগম।

জিডি সূত্রে জানা গেছে, উপজেলার নাংগুলী গ্রামের মো. সৈজদ্দিন খানের ছেলে মো. খলিল খান, আশ্রাফ আলী খানের ছেলে মো. সেলিম, সুলতান হাওলাদারের ছেলে মো. জুলহাস ও সরই গ্রামের রহমালি হাওলাদারের ছেলে মো. হানিফ হাওলাদারের সঙ্গে ওই গৃহবধুর (শারমীন বেগম) পরিবারের হাড়িখালি মৌজার (জে.এল নং-৩৯) ১২৫ নং খতিয়ানের ৪৯ নং দাগের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সম্প্রতি খলিল খান গং শারমীন বেগমের ভোগদখলীয় ওই জমি জোরপূর্বক দখলের পায়তারা চালায়।

প্রতিপক্ষের এমন কার্যকলাপের প্রতিবাদ জানালে শনিবার দুপুরে খলিল খান ও মো. সেলিম তাদের সহযোগিদের নিয়ে শারমীন বেগমের বাড়ির সামনে গিয়ে বিভিন্নভাবে ভয়-ভীতি দেখিয়ে বসতবাড়ি থেকে উচ্ছেদ ও প্রাণনাশের হুমকি দেয়।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net