বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৯:৫১

বরগুনায় অর্ধশতাধিক বাড়িঘর বিধ্বস্ত

dynamic-sidebar

বরগুনায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস অব্যাহত রয়েছে। রোববার সকাল নয়টা থেকে এখন পর্যন্ত এ অবস্থা বিরাজমান।

এর আগে শনিবার মধ্যরাত থেকে বরগুনায় শুরু হয় বুলবুলের তাণ্ডব। টানা ঝোড়ো হাওয়ার পাশাপাশি ভারী বর্ষণে জেলার বিভিন্ন স্থানের অর্ধশতাধিক ঘর-বাড়ি ধসে গেছে।

রাত ২টার দিকে ঘণ্টাব্যাপী ৮০ থেকে ৮৫ কিলোমিটার বেগে বাতাসের সাথে ভারী বর্ষণ হয়। রাত ৩টার দিকে ঝড় ও বর্ষণ থেমে যায়। ফের রাত সোয়া ৪টার দিকে থেমে থেমে ভারী বর্ষণ ও ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে টানা ঝোড়ো বাতাস বইতে শুরু করে। ঝড়ের তাণ্ডবে গাছপালা ভেঙে গেছে। নিম্নাঞ্চলের রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। পাশাপাশি রোপা আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও বিষখালী বলেশ্বর ও পায়রা নদীর অন্তত ১০ পয়েন্টের বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করার খবর পাওয়া গেছে।

ব‌্যাপক ঝড়ে এক নারী নিহতসহ অন্তত পাঁচজন আহতের খবর পাওয়া গেছে।

বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, পাঁচ শতাধিক আশ্রয় কেন্দ্রে লক্ষাধিক মানুষ নিরাপদ আশ্রয়ে রয়েছে। তাদের খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net