শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৬:৫৫

শিরোনাম :
সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল দুই উৎসবের ছুটি শেষে বরিশাল থেকে কর্মস্থলে ফিরছে মানুষ ঈদ আনন্দ থাকতেই বরিশালে বইছে পহেলা বৈশাখের আনন্দ সাংবাদিক মামুন অর রশিদের মায়ের মৃত্যুতে এস এম জাকির’র শোক
দুর্যোগকালীন মুহূর্তে শিক্ষার্থীদের পাশে ববি উপাচার্য

দুর্যোগকালীন মুহূর্তে শিক্ষার্থীদের পাশে ববি উপাচার্য

dynamic-sidebar

শফিক মুন্সি::

ঘূর্ণিঝড় “বুলবুল” এর আক্রমণ থেকে শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপদ রাখতে হল পরিদর্শন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিন। সাপ্তাহিক ছুটিরদিন শনিবার বিকাল পাঁচটায় তিনি বিশ্ববিদ্যালয়ের তিনটি হলে যান এবং শিক্ষার্থীদের সতর্ক থাকতে বলেন। তিনি এসময় প্রতিটি হলের প্রভোস্টদের সঙ্গেও আলোচনা করে কিভাবে আবাসিক শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যায় সে ব্যাপারে দিকনির্দেশনা দেন।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় উপাচার্য ঘুর্ণিঝড় কালীন সময়ে যেকোনো সমস্যায় প্রশাসনকে জানাতে বলেন। হল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দায়িত্ববোধের জায়গা থেকেই আমি এই দুর্যোগপূর্ণ মুহূর্তে শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছি। টেলিভিশনে দূর্যোগের খবর পেয়ে গতকালই আমি প্রতিটি হলের প্রভোস্টদের সঙ্গে কথা বলেছি।তাদেরকে সবরকম পরিস্থিতি মোকাবিলা করার নির্দেশনা দেওয়া আছে। অভিভাবকদের জানাতে চাই এই সংকট মুহুর্তে আমার প্রতিটি শিক্ষার্থীর জন্য আমি সজাগ আছি।

হল পরিদর্শনকালে উপাচার্যের সঙ্গে আরো উপস্থিত ছিলেন শেরে বাংলা হলের প্রভোস্ট ইব্রাহিম মোল্লা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট রাহাত হোসেন, সহকারী অধ্যাপক রিফাত মাহমুদ, সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net