শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪৯

বরিশালে হ্যালো বিডি নিউজের দুদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বরিশালে হ্যালো বিডি নিউজের দুদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

dynamic-sidebar

‘বলব আমাদের কথা’ স্লোাগানে বিভাগীয় শহর বরিশালে হ্যালো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও ইউনিসেফ’র যৌথ আয়োজনে দুদিনব্যাপী কর্মশালা শেষ হয়েছে।

শুক্রবার (৮নভেম্বর) বিকালে নগরীর সেলিব্রেশন পয়েন্ট কনফেরান্সরুমে দুইদিনব্যাপী এ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে শিশু সাংবাদিকদের হাতে সার্টিফিকেট তুলে দেন অতিথিরা। এসময় ইউনিসেফ’র যোগাযোগ কর্মকর্তা সনজিত কুমার দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দুই দিনের কর্মশালায় হ্যালোর পরিচিতি তুলে ধরার পাশাপাশি সাংবাদিকতার তথ্য সংগ্রহ ও সংবাদ লেখা, ভিডিও সাংবাদিকতার ওপর শিশুদের প্রশিক্ষণ দেওয়া হয়।

শিশুদের প্রশিক্ষণ দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র করেসপন্ডেন্ট সিহাদ সিন্দু ও ইউনিসেফ বরিশাল অফিস কর্মকর্তা মো: জামিল। কর্মশালা চলাকালীন এর তত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বরিশাল প্রতিনিধি কাওসার হোসেন।

এর আগে বৃহস্পতিবার সকালে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস। বিশেষ অতিথি ছিলেন, বরিশাল রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশান্ত ঘোষ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক স্বপন খন্দকার, বরিশাল রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি নজরুল বিশ্বাস, ইউনিসেফ বরিশাল বিভাগীয় প্রধান তৌফিক আহমেদ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সভাপতি মজিবর রহমান নাহিদ।

দুদিনব্যাপী কর্মশালায় বরিশালের বিভিন্ন স্কুল-কলেজের ২২জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বিথি আক্তার নামে শিশু সাংবাদিক বিথি আক্তার বলেন, আমরা এই দুদিনের কর্মশালার মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছি। শুধু সাংবাদিকতাই নয়, শিশু অধিকার আইন সম্পর্কেও সব ধারনা পেয়েছি। তরিকুল ইসলাম তরিক বলেন, লেখাপড়ার পাশাপাশি সাধারন এরকম কিছু করার সুযোগ অতীতে কখনও পাইনি, এবার হ্যালো বিডি নিউজ আমাদের একটি প্লাটফর্ম তৈরি করে দিয়েছে, আশা করছি আমরা এর মাধ্যমে অনেক ভালো কিছু করতে পারবো।

শিশু সাংবাদিক বাছাইয়ে এবং শিশুদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করতে ৩৩টি জেলায় ধারাবাহিকভাবে এই কর্মশালার আয়োজন করছে হ্যালো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net