শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১৪

শিরোনাম :
সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল দুই উৎসবের ছুটি শেষে বরিশাল থেকে কর্মস্থলে ফিরছে মানুষ ঈদ আনন্দ থাকতেই বরিশালে বইছে পহেলা বৈশাখের আনন্দ সাংবাদিক মামুন অর রশিদের মায়ের মৃত্যুতে এস এম জাকির’র শোক
পিরোজপুরে নানা আযোজনের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত

পিরোজপুরে নানা আযোজনের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত

dynamic-sidebar

পিরোজপুর প্রতিনিধি ॥ ‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি’- শ্লেগানকে সামনে রেখে পিরোজপুর কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় জেলা পুলিশের আয়োজনে শহরের বঙ্গবন্ধু চত্ত্বর থেকে একটি বণার্ঢ্য র‌্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর পৌরসভার মেয়র ও পিরোজপুর জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহ্বায়ক মো: হাবিবুর রহমান মালেক, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দিন, বিশিষ্ট সমাজসেবক মো: নজরুল ইসলাম বাবুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব্, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সমীর কুমার দাস বাচ্চু, সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, পিরোজপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো: হাসিবুল ইসলাম হাসান, কলেজ শিক্ষাথী মোসা: নাসরিন আক্তার প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। সভায় বক্তারা বলেন, পুলিশ এবং জনগণের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে কমিউনিটি পুলিশিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের সাধারণ জনগণের দোরগোড়ায় আইনের সেবা পৌছে দিতে ভবিষ্যতে কমিউনিটি পুলিশ সহায়ক ভুমিকা পালন করবে বলে সকলেই আশা প্রকাশ করেন।

পরে পিরোজপুর কমিউনিটি পুলিশিং ডে পালন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহনকরী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net