শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৪

তিন দিনব্যাপী মিডিয়া এডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ::   

পরিবার পরিকল্পনা সেবার বর্তমান প্রেক্ষাপট এবং সামগ্রিক চিত্র নিয়ে কুয়াকাটায় তিন দিনব্যাপী মিডিয়া এডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এডভান্স ফ্যামিলি প্লানিং (এএফপি) ও মেরি স্টোপসের তত্ত্বাবধানে এবং বেসরকারি সংস্থা টিম এসোসিয়েটস এর সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। গত ১৩ রবিবার শুরু হওয়া এ কর্মশালায় বরিশাল, খুলনা, পিরোজপুর ও বাগেরহাটের মোট ৩২ জন সংবাদকর্মী ও সুশীলনের উন্নয়ন কর্মীরা অংশগ্রহণ করেছিলেন।

কর্মশালায় পরিবার পরিকল্পনা, পরিবার পরিকল্পনা সেবার পরিচিতি, সেবার মানোন্নয়নে এডভোকেসির ভূমিকা ও প্রয়োজনীয়তা, পরিবার পরিকল্পনা পদ্ধতিসমূহের পরিচিত ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেন মনজুন নাহার ও মোল্লা মাহমুদ আহমেদ। ১৫ অক্টোবর মঙ্গলবার কর্মশালার শেষদিনে পরিবার পরিকল্পনায় মিডিয়া এডভোকেসি বিষয়ে সাংবাদিকদের অংশগ্রহণ বিষয়ে আলোচনা করেন পুলক রাহা। এছাড়া সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে তিন দিনব্যাপী কর্মশালায় বক্তব্য রাখেন মিনহাজুল আবেদীন, অন্তরা বিশ্বাস ও বনানী মল্লিক।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net