শনিবার, ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫২

শিরোনাম :
কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো : চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন উপজেলার উন্নয়নে আপনাদের পাশে আমি সর্বদা রয়েছি -ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত-২ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হওয়া কে এই জাকির হোসেন প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম যারা আমার জন্য কাজ করেছে আমি তাদের রেখে কখনো পালিয়ে যাইনি-এসএম জাকির হোসেন রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ
সড়ক দূর্ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্তদের জন্য ববিতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত

সড়ক দূর্ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্তদের জন্য ববিতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত

dynamic-sidebar

ববি প্রতিনিধি: গতকাল মঙ্গলবার বেলা ১১টায় দিকে বরিশাল নগরের সি এন্ড বি রোর্ড এলাকার নজরুল ইসলাম সড়কের সামনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি’র দোতালা বাসের সঙ্গে মাহেন্দ্রার সংর্ঘষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রার ২ যাত্রীর মৃত্যু হয় এবং আহত হয় ৫ জন।

এ ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মর্মাহত। নিহত ব্যক্তিদের মাগফেরাত কামনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত হাফেজগণ গতকাল বুধবার কোরআন খতম এবং বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী মসজিদে নিহত ব্যক্তিদের মাগফেরাত কামনা এবং আহত ব্যক্তি ও তাদের শোকগ্রস্ত পরিবারের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে।

এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মসজিদের ইমাম মাওঃ ফয়জুল্লাহ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের হাফেজে কোরআন শিক্ষার্থীরা। এ সময় রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক শোয়েব বলেন, রোড র্দূর্ঘটনায় কারন উপস্থিত সবাই মাহিন্দ্র চালকের ভুলকে দায়ি করছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে মানবিক দায়বদ্ধতা থেকে আমরা এ দোয়ার আয়োজন করেছি। আইন বিভাগের শিক্ষার্থী আসাদুল্লাহ সিদ্দিকী বলেন, ট্রাফিক পুলিশ সহ সকলকে আরো বেশি সতর্ক হতে হবে এবং যারা এদুর্ঘটনায় দায়ী তাদের আইনের আওতায় আনতে হবে।

এছাড়াও এমন মহতি উদ্যেগ নিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আরেক শিক্ষার্থী ও হাফেজে কুরআন কামরুল হাসান বলেন, নিহতদের আত্মার মাগফিরাত একান্ত জরুরী কেবল বরিশাল বিশ্ববিদ্যালয়ে-ই নয় বরং দেশের বাকি বিশ্ববিদ্যালয়গুলোতেও এমন কার্যক্রম রাখা উচিত। এছাড়াও রাজপথ সুসংহত রাখা আমাদের নৈতিক দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন। দোয়া পরিচালনা করেন কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী হাফেজ সুলাইমান। এসময় সবাই সকলের জন্য নিরাপদ সড়ক এবং বিশ্ববিদ্যালয়ের চলমান সমস্যা সমাধানে প্রার্থনা করেন।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net