শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১৯

শিরোনাম :
রেমিটেন্স আহরণে রূপালী ব্যাংকের ২ দিন ব্যাপী ক্যাম্পেইন সম্পন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষনা বরিশালের দুই উপজেলায় বৈধতা পেলেন ২৫ প্রার্থী ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৪ প্রাণ বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল বরিশালে তীব্র গরমে নাভিশ্বাস জনজীবন,বিপাকে নিম্ন আয়ের মানুষ! বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের মনোনয়নপত্র দাখিল বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল দুই উৎসবের ছুটি শেষে বরিশাল থেকে কর্মস্থলে ফিরছে মানুষ ঈদ আনন্দ থাকতেই বরিশালে বইছে পহেলা বৈশাখের আনন্দ

বরিশালে আনন্দ-অশ্রুতে শারদ উৎসবের সমাপনি

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : ভক্তদের আনন্দ-অশ্রুতে সিক্ত হয়ে প্রতিমা বিসর্জনে বিদায় নিলেন অসুর দলনী দুর্গা। বিসর্জনের মধ্য দিয়ে কৈলাসে স্বামীগৃহে ফিরে যাচ্ছেন দেবী। এক বছর পর আবার তার ভক্তদের মাঝে পিতৃগৃহে ফিরে আসবেন।

শুক্রবার প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো ৫ দিন ব্যাপী বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ঢাকের বাদ্য, উলুধ্বনি আর সিঁদুর খেলার মধ্যে দিয়ে দেবী দুর্গার দর্পণ বিসর্জন করা হয়। তবে শেষ দিনে নগরীর প্রতিটি পূজা মন্ডপে ছিলো ভক্তদের উপচে পড়া ভিড়।

এর আগে সকাল সাড়ে ৮টায় নগরী এবং শহর তলির প্রতিটি পূজা মন্ডপে দেবী দুর্গার দর্পণ বিসজর্ন করা হয়। সন্ধ্যায় পান ও সিঁদুর দিয়ে বরণ করা হয় দেবী দুর্গাকে। এর পর বিভিন্ন মন্ডপের প্রতিমা বিষয়ন করেন ভক্তরা। তার আগে বিকালে নগরীর জগন্যাথ দেবের মন্দিরে অনুষ্ঠিত হয় নারী ভক্তদের সিঁদুর খেলা। বিসর্জনের আগ মুহুর্তে কিছু সময়ের জন্য সিঁদুর খেলায় আচ্ছাসিত হয়ে উঠেন তারা।

সন্ধ্যার পর পরই বিভিন্ন মন্ডপের প্রতিমা নিয়ে শোভাযাত্রা বের করে আয়োজক এবং ভক্তরা। ট্রাক, ভ্যানগাড়িতে করে কীর্তনখোলা নদীর বিভিন্ন প্রান্তে গিয়ে তা শেষ হয়। এর পর সেখানেই হাসি-আনন্দ-কান্নার মধ্যে দিয়ে এক বছরের জন্য বিদায় জানানো হয় দেবী দুর্গাকে। অবশ্য কীর্তনখোলা নদী ছাড়াও নগরীর শংকর মঠ এবং নগরীর বিভিন্ন পুকুরে প্রতীমা বিসর্জন করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All rights reserved © 2018 DailykhoborBarisal24.com

Desing & Developed BY EngineerBD.Net